Sunday, September 29, 2019

বাইক মেকানিক হাব→


Note: এখানে আপনার প্রতিষ্ঠানের তথ্য যোগ করতে কল করুন 01746315639 তে কিংবা আমাদের ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে আপনার বিজনেস কার্ড/ ভিজিটিং কার্ড এর এরূপ ফটো সেন্ড করুন।
আমাদের ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

রং মিস্ত্রীগণের ফোনবুক


রং মিস্ত্রীগণ→
• শকিক কালার অ্যান্ড পেইন্টিং, চতরা- 01747126459
• রং মিস্ত্রী মনজু : 01751545631
• রনজু আর্ট, চতরা, ফোন— 01763263376
• আবু শাহীনুর, কাঙ্গুরপাড়া : 01743778788

Note: এখানে আপনার প্রতিষ্ঠানের তথ্য যোগ করতে কল করুন 01746315639 তে কিংবা আমাদের ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে আপনার বিজনেস কার্ড/ ভিজিটিং কার্ড এর এরূপ ফটো সেন্ড করুন।
আমাদের ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

Wednesday, September 25, 2019

ইলেক্ট্রিক মেকানিক


ইলেকট্রিক মেকানিকগণ→
• মোকাররম হোসেন, কচ রাঙামাটি, ফোন— 01717677006
• জিল্লুর রহমান, চতরা, ফোন— 01724080948
• মনিরুল ইসলাম, গিলাবাড়ি, ফোন— 01941274329

এখানে আপনার প্রতিষ্ঠানের তথ্য যোগ করতে কল করুন 01746315639 তে কিংবা আমাদের ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে আপনার বিজনেস কার্ড/ ভিজিটিং কার্ড এর এরূপ ফটো সেন্ড করুন।
আমাদের ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

Thursday, September 19, 2019

রাজমিস্ত্রিগণের ফোনবুক→


রাজমিস্ত্রিগণ→ 
• ছামেদ আলী, বড় ভগবানপুর, ফোন— 01738190258
• শাহানুর মিয়া, বড় ভগবানপুর, ফোন— 01740158295
• এমদাদুল হক, শিবটাড়ী, ফোন— 01406876516
• মোঃ বিপুল মিয়া, পদ্মহার, ফোন— 01744782310
• মাসুদ রানা, মিলনপুর (বহুতল বিল্ডিং এর কাজ করেন), ফোন— 01781078607
• রুবেল, যাদবপুর, ফোন—01759835405
• মাসুদ মিয়া, কুলানন্দপুর, ফোন— 01780472948

এখানে আপনার প্রতিষ্ঠানের তথ্য যোগ করতে কল করুন 01746315639 তে কিংবা আমাদের ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে আপনার বিজনেস কার্ড/ ভিজিটিং কার্ড এর এরূপ ফটো সেন্ড করুন।
আমাদের ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

পাইপলাইন মেকানিক


চতরায় ট্যাংক হতে পানির পাইপলাইনের মেকানিক্যাল কাজের জন্য মিস্ত্রী পেতে কল করুন নিম্নোক্ত ফোনবুকে→
• এমদাদুল হক, শিবটাড়ী, ফোন— 01406876516

Note: এখানে আপনার প্রতিষ্ঠানের তথ্য যোগ করতে কল করুন 01746315639 তে কিংবা আমাদের ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে আপনার বিজনেস কার্ড/ ভিজিটিং কার্ড এর এরূপ ফটো সেন্ড করুন।
আমাদের ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

কাঠমিস্ত্রিগণের ফোনবুক


Note: শিঘ্রই তথ্য আপডেট করা হবে।

এখানে আপনার প্রতিষ্ঠানের তথ্য যোগ করতে কল করুন 01746315639 তে কিংবা আমাদের ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে আপনার বিজনেস কার্ড/ ভিজিটিং কার্ড এর এরূপ ফটো সেন্ড করুন।
আমাদের ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

মরহুম আব্দুল জলিল প্রধান (১৯৫২-২০০৪)


সাবেক সংসদ সদস্য আব্দুল জলিল প্রধান ১৯৫২ সালে অত্র ইউনিয়নের কুয়াতপুর হামিদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোঃ ইউসুফ প্রধান এবং মায়ের নাম মোছাঃ বিবিজান নেসা।
তিনি চতরা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পড়াশুনা করেন এবং পলাশবাড়ি সরকারি কলেজ হতে উচ্চমাধ্যমিক ও বি.এ. ডিগ্রি অর্জন করেন।
কর্মমূলক পেশা হিসেবে তিনি অভিজাত ভূমি অধিকারী ছিলেন এবং নিজস্ব কিছু ব্যবসা ছিল।

তিনি ছোটবেলা থেকেই রাজনীতিমনা ছিলেন এবং অনন্য নেতৃত্বের গুণের অধিকারী ছিলেন। সততা, সত্যে নির্ভীক, নিঃস্বার্থ মানসিকতা, পরোপকার, দানশীলতা, সহযোগিতাপূর্ণ আন্তরিক ব্যবহার ইত্যাদি ছিল তার নেতৃত্ব ও মানবিক আদর্শের উপাদান।
দেশ স্বাধীন হওয়ার পরপরই ১৯৭৩ সালে তিনি ১৪ নং চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরপর তিন মেয়াদে মোট ১৮ বছর চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
এরপর জাতীয় পার্টির হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে তিনি ১৯৮৬ সালে এবং ১৯৮৮ সালে পরপর দুইবার রংপুর-৬ আসন (পীরগঞ্জ) এর সাংসদ নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি ১৯৯১ সাল পর্যন্ত এই পদে ছিলেন।

জনাব আব্দুল জলিল সাহেবের অনন্য গুণ ছিল তার দানশীলতা। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মতো লুকিয়ে নিজের ঘর হতে আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদেরকে চাল, গম ইত্যাদি খাদ্য দান করতেন।
এছাড়াও চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্ব হতেই তিনি এলাকার মানুষজনকে বিবাহ বিষয়ে সর্বাত্মক সাহায্য করতেন এবং চিকিৎসা সহায়তা, মৃতের অন্তেষ্টিক্রিয়া ইত্যাদি বহুবিধ বিষয়ে এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা করতেন। তার কাছে কেউ সাহায্যের জন্য গেলে খালি হাতে ফিরে আসতো না।
সংসদ সদস্য হওয়ার পর তিনি এলাকার বহু মানুষকে চাকরি লাভের বিষয়ে সাহায্য সহযোগিতা করেছেন।
তার সুহৃদ্যতা ছিল অনন্য। তার সঙ্গে কেউ দেখা করতে গেলে অন্তত চা বিস্কুট খাওয়াতেন। সমকালীন সময়ে এলাকার অভাবী ও সমস্যাগ্রস্থ মানুষদের কাছে তিনি দেবদূতের মতো কিংবদন্তি ছিলেন। তিনি সংসদ সদস্য থাকাকালীন সময়ে কেউ যদি হঠাৎ কোনো দরকারে ঢাকায় গিয়ে সেখানে কোথাও থাকার ব্যবস্থা না থাকতো তার থাকার ব্যবস্থা তিনি করতেন এবং যে কাজে গিয়েছেন সেই কাজেও তিনি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেন। এজন্য তিনি ঢাকায় একটি বেশ বড়সড় ফাঁকা বাড়িই ভাড়া নিয়েছিলেন যাতে এলাকার কেউ ঢাকায় গেলে অস্থায়ীভাবে সেখানে থাকতে পারেন।
তার এতোটাই জনপ্রিয়তা ছিল যে, যদিও সেই সময়ে মুঠোফোনের যুগ ছিল না তথাপি তিনি কবে বাড়ি ফিরবেন এই তথ্য কোনোভাবে ছড়িয়ে গেলে বাস হতে নামার পর তাকে ধাপেরহাট বাসস্ট্যান্ড হতে বাড়ি আনার জন্য বেশ অনেকজন ভ্যান-রিকশাওয়ালা অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতেন। তখন তিনি যার ভ্যান/ রিকশায় উঠতেন সেই রিকশাচালক নিজেকে খুব ভাগ্যবান মনে করতো। আর অন্যান্য যারা তাকে আনতে গিয়েছিল তাদেরকেও তিনি ভালোবেসে সমপরিমাণ ভাড়া দিয়ে দিতেন।

যাপিত জীবনে নিঃস্বার্থভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন মানুষের মাঝে। অনেক বড় মনের মানুষ ছিলেন তিনি। সেসময় তার মাধ্যমে চতরা সারাদেশে পরিচিত হয়েছিল। চতরা বলতে তখন আব্দুল জলিল সাহেবের এলাকা বোঝাতো। তার হাত ধরে বেগম আলেয়া জলিল পরপর দুইবার চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন।

অদ্যাবধি দৃশ্যমান এরূপ অবদান হিসেবে সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেন এবং অত্র ইউনিয়নের উল্লেখযোগ্য রাস্তায় ৮০ হাজার নারকেল গাছ রোপণ করেন। বৃক্ষপ্রেমিক এই মানুষটি এভাবে বৃক্ষসম্পদের উৎকর্ষ সাধন করে হয়ে উঠেছিলেন গ্রিন চতরার রূপকার। এজন্য ১৯৮৭ সালে তিনি রাজশাহী শিশু একাডেমি থেকে পুরস্কার লাভ করেন এবং বৃক্ষরোপণের জন্য জাতীয় রৌপ্যপদক লাভ করেছিলেন।
এছাড়াও তিনি বন্যাপ্রবণ চতরা ইউনিয়নের বন্যার ক্ষতি হ্রাসের জন্য অবকাঠামোগত উন্নয়ন করেছিলেন।

২০০৪ সালের ৩১ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জনাব আব্দুল জলিল সাহেবের স্বপ্ন ছিল এলাকার দারিদ্র্য বিমোচন, কুটির শিল্পের উন্নয়ন, মানুষের কর্মসংস্থান ইত্যাদি। সেজন্য তিনি চতরায় বিস্কুট, লজেন্স, পাউরুটি, আইসক্রিম ইত্যাদির কারখানা স্থাপন করেছিলেন এবং এলাকায় পশুসম্পদ সমৃদ্ধির জন্য ছাগলের খামার করে ছাগল পালন সম্প্রসারণ করেছিলেন এবং তার চালের মিল ও অন্যান্য কিছু কারখানাও ছিল। উদ্ভাবনী চিন্তা হিসেবে নারকেলের ছোবড়া দিয়ে জাজিম ইত্যাদি জিনিসপত্র তৈরির কারখানা স্থাপনের স্বপ্ন ছিল।

এমন একজন আদর্শ মানুষকে আমরা আনাদিকাল মনে রাখতে চাই, তাকে স্বপ্নে দেখতে চাই, নিভৃত চিন্তায় কোনো এক উদাস মুহূর্তে তার মুখখানা মনে করতে চাই। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার গল্প বলতে চাই। এই চতরায় তার মতো এমন আরও অনেক আদর্শ মানুষের জন্ম হোক।
* তথ্যসুত্র : বেগম আলেয়া জলিল এবং স্থানীয় জনসাধারণ।

© সম্পাদনা : মেহেদী হাসান, বিএ অনার্স, এমএ (ইতিহাস ও প্রত্নতত্ত্ব), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; প্রতিষ্ঠাতা, চতরাপিডিয়া।

এছাড়াও উনার জীবনী নিয়ে একটি বই লেখা হয়েছে এবং সেটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। বইটি প্রকাশিত হলে সেটির পিডিএফ কপি এখানে আপলোড করা হবে।

Note : যারা ব্রাউজার থেকে কিংবা অন্য অ্যাপ থেকে চতরাপিডিয়া ভিজিট করছেন তারা 'চতরাপিডিয়া' অ্যাপ ডাউনলোড করতে এখানে—ক্লিক—করুন


চতরার উদ্যোক্তাবৃন্দ


ব্যক্তিত্বসমূহ→
• ------------------
• ------------------
• ------------------।

শিঘ্রই তথ্য আপডেট করা হবে

Note : যারা ব্রাউজার থেকে কিংবা অন্য অ্যাপ থেকে চতরাপিডিয়া ভিজিট করছেন তারা 'চতরাপিডিয়া' অ্যাপ ডাউনলোড করতে এখানে—ক্লিক—করুন


Tuesday, September 17, 2019

মোঃ আব্দুর রব প্রধান


শিঘ্রই তথ্য আপডেট করা হবে

ফেসবুক আইডিতে যেতে এখানে—ক্লিক—করুন

Note : যারা ব্রাউজার থেকে কিংবা অন্য অ্যাপ থেকে চতরাপিডিয়া ভিজিট করছেন তারা 'চতরাপিডিয়া' এর অ্যাপ ডাউনলোড করতে এখানে—ক্লিক—করুন


আলতাব হোসেন

<<<--->>>

শিঘ্রই তথ্য আপডেট করা হবে।

Note : যারা ব্রাউজার থেকে কিংবা অন্য অ্যাপ থেকে চতরাপিডিয়া ভিজিট করছেন তারা 'চতরাপিডিয়া' এর অ্যাপ ডাউনলোড করতে এখানে—ক্লিক—করুন


ঢাকার কোচসমূহের পীরগঞ্জ কাউন্টার


অন্যান্য চেয়ারকোচসমূহ
• শ্যামলী কাউন্টার—২, পীরগঞ্জ বাসস্ট্যান্ড; ফোন— 01717524507
• এনা কাউন্টার, পীরগঞ্জ বাসস্ট্যান্ড; ফোন— 01797 818756
• নাবিল পরিবহন কাউন্টার, পীরগঞ্জ বাসস্ট্যান্ড; ফোন— 01746715441
• ডিপজল পরিবহন কাউন্টার, পীরগঞ্জ বাসস্ট্যান্ড; ফোন— 01882004511
• ইউনাইটেড পরিবহন, পীরগঞ্জ বাসস্ট্যান্ড; ফোন— 01737351239

Note : যারা এখনও চতরাপিডিয়া অ্যান্ড্রয়েড অ্যাপটি ইনস্টল করেননি তারা 'চতরাপিডিয়া' অ্যাপ ডাউনলোড করতে এখানে—ক্লিক—করুন

ফেসবুক অ্যাপ কিংবা ফেসবুক লাইট অ্যাপ হতে লিংক ওপেন করলে অ্যাপটি ডাউনলোড হতে সমস্যা হতে পারে; সেক্ষেত্রে UC Browser, Google Chrome, Samsung Browser কিংবা অন্যকোনো ব্রাউজার হতে এই পোস্টটিতে এসে লিংকটি ওপেন করুন।

Chatrapedia — Simplifying Life
ধন্যবাদ | মেহেদী হাসান

কুরিয়ার সার্ভিসসমূহ


পীরগঞ্জের কুরিয়ার সার্ভিসসমূহের ফোন নাম্বার
• করতোয়া কুরিয়ার সার্ভিস লিমিটেড, পীরগঞ্জ বাসস্ট্যান্ড; ফোন— 01719709657 এবং 01755597894
• সুন্দরবন কুরিয়ার সার্ভিস, তোফাজ্জল হোসেন মার্কেট, পীরগঞ্জ বাসস্ট্যান্ড; ফোন— 01750064380
• কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস, এরশাদ ভবনের পাশে, পীরগঞ্জ বাসস্ট্যান্ড; ফোন— 01764721224 , 01646324333 এবং 01742106317
• এলিট পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস, পীরগঞ্জ বাসস্ট্যান্ড; ফোন— 01713278145 ; ওয়েব— eliteparcelservice.com
• এস আর পার্সেল সার্ভিস, পীরগঞ্জ বাসস্ট্যান্ড; ফোন— 01713154718
• বাঙালী কুরিয়ার সার্ভিস, পীরগঞ্জ বাসস্ট্যান্ড; ফোন— 01701995466

Note : যারা এখনও চতরাপিডিয়া অ্যান্ড্রয়েড অ্যাপটি ইনস্টল করেননি তারা 'চতরাপিডিয়া' অ্যাপ ডাউনলোড করতে এখানে—ক্লিক—করুন

ফেসবুক অ্যাপ কিংবা ফেসবুক লাইট অ্যাপ হতে লিংক ওপেন করলে অ্যাপটি ডাউনলোড হতে সমস্যা হতে পারে; সেক্ষেত্রে UC Browser, Google Chrome, Samsung Browser কিংবা অন্যকোনো ব্রাউজার হতে এই পোস্টটিতে এসে লিংকটি ওপেন করুন।

Chatrapedia — Simplifying Life
ধন্যবাদ | মেহেদী হাসান

চতরার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ


উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ→
• ---------
• ---------
• ---------
• ---------।

সামরিক কর্মকর্তাগণ→
• ---------
• ---------
• ---------।

Note : যারা ব্রাউজার থেকে কিংবা অন্য অ্যাপ থেকে চতরাপিডিয়া ভিজিট করছেন তারা 'চতরাপিডিয়া' অ্যাপ ডাউনলোড করতে এখানে—ক্লিক—করুন


কৃষি সেবা (সার কীটনাশক ও বীজের দোকান, জমি চাষের গাড়ি, ধান মাড়াইয়ের গাড়ি ইত্যাদি)


সেবাসমূহ→

Note: শিঘ্রই তথ্য আপডেট করা হবে।

এখানে আপনার প্রতিষ্ঠানের তথ্য যোগ করতে কল করুন 01746315639 তে কিংবা আমাদের ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে আপনার বিজনেস কার্ড/ ভিজিটিং কার্ড এর এরূপ ফটো সেন্ড করুন।
আমাদের ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

জমি চাষের গাড়িসমূহ→


এবং→
• সুজন মিয়া, হোসেনপুর, ফোন— 01750648154

Note: এখানে আপনার বিজ্ঞাপন দিতে কল করুন 01746315639 তে কিংবা আমাদের ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে আপনার বিজনেস কার্ড/ ভিজিটিং কার্ড এর এরূপ ফটো সেন্ড করুন।
আমাদের ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

Sunday, September 15, 2019

চতরাপিডিয়ার অ্যাপ ডেভেলপারগণ


অ্যাপসমূহ ও সেসবের স্ট্যাটাস—
• চতরাপিডিয়া প্রভিশনাল অ্যাপ (ট্রায়াল) : Appcreator24.com
• Chatrapedia 1st Resolved  (Trial) : Shariful Islam
• Chatrapedia Lite : Professing...

ধন্যবাদ | Chatrapedia — Simplifying Life

Tuesday, September 10, 2019

অনলাইন শপিং


ফিচারসমূহ

শিঘ্রই অন্যান্য ফিচারের শপিং সাইট চালু করা হবে।

ঘোড়ার গাড়ীসমূহ


ঘোড়ার গাড়ীসমূহ→
আবু তাহের, বড় ভগবানপুর, ফোন— 01765818175

• হোসেনপুরে দু'একজনের ঘোড়ার গাড়ি আছে।
• গিলাবাড়িতে রুবেল মিয়া, মিজানুর রহমান, ভোলা মিয়া, নূর আলম, তারা মিয়া, স্বাধীন এবং আলমগীর মিয়া এর ঘোড়ার গাড়ী আছে।
• গোবিন্দপাড়ায়ও কয়েকজনের ঘোড়ার গাড়ী আছে।

Note: শিঘ্রই তথ্য আপডেট করা হবে।

এখানে আপনার প্রতিষ্ঠানের তথ্য যোগ করতে কল করুন 01746315639 তে কিংবা আমাদের ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে আপনার বিজনেস কার্ড/ ভিজিটিং কার্ড এর এরূপ ফটো সেন্ড করুন।
আমাদের ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

Sunday, September 8, 2019

চতরাপিডিয়ার টিম মেম্বারগণ


মেহেদী হাসান, ফাউন্ডার অ্যান্ড সিইও।
বি এ অনার্স, এম এ (ইতিহাস ও প্রত্নতত্ত্ব) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।



রিমনুর রহমান রিমন, পাবলিক সাপোর্ট অ্যাসোসিয়েট।
হেল্পডেস্ক অপারেটর, ১৪ নং চতরা ইউনিয়ন পরিষদ।



খালিদ হাসান মিলু, শিক্ষক, এডুকেশন হেল্পবুক (সায়েন্স হোম)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।



আহসান হাবীব সিফাত, কারিগরি পরামর্শক।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।



জাহিদ হাসান, আইটি অফিসার।
সাইবার সিকিউরিটি এক্সপার্ট অ্যান্ড সাইবার পুলিশ হেল্পার।
চতরা উচ্চ বিদ্যালয়।



শেখ মশিউর রহমান, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ও মিডিয়া ম্যানেজার।
চতরা উচ্চ বিদ্যালয়।

Friday, September 6, 2019

চতরাপিডিয়া ফাউন্ডেশন



Note : শিঘ্রই ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তথ্য আপডেট করা হবে।

গরু বিক্রয় মিডিয়া


ক্যাটাগরিসমূহ→
• ষাড় গরু
• হালের বলদ
• বাছুর গরু

গরু বিক্রির মিডিয়ায় আপনার বিজ্ঞাপন দিতে imo কিংবা Whatsapp থেকে 01746315639 তে বিজ্ঞাপনটি ছবিসহ মেসেজ করুন এবং উক্ত নাম্বারে কল করুন।

ধন্যবাদ | ভালো থাকুন