চতরার কিছু কবি, ঐতিহাসিক ও অন্যান্য বিষয়ের লেখকের লেখা সাহিত্যকর্ম ও তথ্যমূলক বই প্রকাশিত হয়েছে। প্রাপ্ত তথ্যমতে সেসব লেখকের পরিচিতি ও সৃজনকর্ম নিম্নে তুলে ধরা হলো→
আবু সোলায়মান, কবি ও সম্পাদক
জন্ম ১৯৫৩ খ্রিস্টাব্দে গৌড়েশ্বর পুরে। কর্মজীবনে চতরা উচ্চ বিদ্যালয়ে বাংলার শিক্ষক ছিলেন। কবিতা ও গল্প লিখতেন এবং বিভিন্ন আঞ্চলিক সাময়িকী সম্পাদনা করতেন। পরিচিতির বিস্তারিত বইয়ে আছে। ২০২০ সালে প্রয়াত হন।
প্রকাশিত গ্রন্থ : নীল দরিয়ায় ইতিকথা → পিডিএফ ডাউনলোড করুন।
প্রফুল্ল অধিকারী আনন্দ, কবি ও গীতিকার
জন্ম ১৯৬২ খ্রীস্টাব্দে মাতুলালয় চতরায়। পিতৃগৃহও চতরায়। পরিচিতির বিস্তারিত বইয়ে আছে।
প্রকাশিত গ্রন্থ : অমর স্মৃতি স্বাধীনতা → পিডিএফ ডাউনলোড করুন।
এইচ আর হাবিব, কবি ও ছড়াকার
জন্ম ১৯৮৫ সালে চকভেকা গ্রামে। বর্তমানে চাকরিজীবী। পরিচিতির বিস্তারিত বইয়ে আছে।
প্রকাশিত গ্রন্থ : তোমার জন্য কবিতা → পিডিএফ ডাউনলোড করুন।
মেহেদী হাসান, গবেষণা ও পরামর্শবিষয়ক লেখক এবং উদ্যোক্তা
জন্ম ১৯৯২ খ্রীস্টাব্দে কাঙ্গুর পাড়ায়। পরিচিতির বিস্তারিত দেখতে এখানে—ক্লিক—করুন।
প্রকাশিত গ্রন্থ : DU Kha Preparation Hacks → বইটির পরিচিতি দেখতে ও পিডিএফ কপি ডাউনলোড করতে এখানে—ক্লিক—করুন।
Note: অন্যান্য লেখকগণ নিজেদের পরিচিতি সংযুক্ত করতে নিজের পরিচিতিসহ গুগল ড্রাইভে আপলোডকৃত বইয়ের পিডিএফ কপির লিংক সেন্ড করুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন।
গবেষকবৃন্দ : শিঘ্রই গবেষকদের তথ্য আপডেট করা হবে।
ধন্যবাদ |
মেহেদী হাসান, উদ্যোক্তা, চতরাপিডিয়া।
No comments:
Post a Comment